Blog
February 15, 2025

ফেইসবুকে শেখ হাসিনার সাক্ষাতকারের AI বিকৃতিঃ অ্যাকশনে যাচ্ছে বিবিসি

বিবিসিকে দেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সাক্ষাতকারের অংশবিশেষ AI-এর মাধ্যমে বিকৃত করে একটি গ্রুপ তাদের ফেইসবুক-এ প্রচার করেছে। এতে দেখা যার শেখ হাসিনা আয়নাঘর, গুম ও বিরোধী রাজনৈতিক নেতা ও সাংবাদিক তাঁর সময়ে কীভাবে নির্যাতন ও দমন-পীড়নের শিকার হয়েছেন সেসব বিষয় নিয়ে কথা বলেছেন।

বিবিসি-র প্রকৃত সাক্ষাৎকারটি ২০১৯ সালের আগস্ট মাসে লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসের প্রখ্যাত সাংবাদিক মানসী বড়ুয়া নিয়েছিলেন। তাঁর সাথে ‘প্রটেক্ট বাংলাদেশ’ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই ফেইক ভিভিওটি গতকাল (১৪ ফেব্রুয়ারি) দেখেছি। এটি নিঃসন্দেহে AI-এর মাধ্যমে বিকৃত একটি উপস্থাপনা।”

তিনি বলেন, “এই ভিডিও-তে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেসব নিয়ে আমি শেখ হাসিনাকে কোনো প্রশ্নই করে নি।”

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের সংবাদমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ও সিটি করপোরেশনের ভূমিকা, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, অনাদায়ী ব্যাংক ঋণ, দেশে গণতন্ত্রের চর্চা, নির্বাচন এবং হেফাজতে মৃত্যু ও নির্যাতন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মানসী বড়ুয়া বলেন, তিনি ফেক ভিডিও-এর বিষয়টি বিবিসি-র নজরে আনার পর তারা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।

ইতোমধ্যে বিভিন্ন ফ্যাক্টচেক সাইটে এই ভিডিও যে আসল নয় বরং ডিপফেক প্রযুক্তির সহায়তায় করা হয়েছে, তা নিশ্চিত করা হয়েছে।

নিচে আসল ভিডিও-র লিঙ্ক দেয়া হলঃ শেখ হাসিনা: নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকারসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে বিবিসির মুখোমুখি - BBC News বাংলা