Blog
February 13, 2025

জেএমবি-র সন্ত্রাসীকে নিয়ে ইউনুসের তথাকথিত আয়নাঘর পরিদর্শনঃ জনমনে নানা প্রশ্ন

  • জেএমবি-র সন্ত্রাসীকে সাথে নিয়ে তথাকথিত আয়নাঘর পরিদর্শনের অভিযোগ সোস্যাল মিডিয়ায়

  • দুটি বিদেশি মিডিয়ার অনুগত সাংবাদিক ছাড়া দেশের কোনো মিডিয়াকে সাথে নেয়া হয় নি

  • ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত বলে দাবি করা আয়নাঘরের দেয়ালে লেখা ‘পিলখানা’

বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা থেকে সরিয়ে ক্ষমতা দখল ও দেশের সংবিধান লঙ্ঘন করে ছয় মাসেরও বেশি সময় ধরে অবিরাম দুঃশাসন চালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১২ ফেব্রুয়ারি ২০২৫ নাটকীয়ভাবে ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন।

এরপর প্রধান উপদেষ্টার ফেইসবুক-এ ৪৯টি ছবি আপলোড করা হয়েছে আয়নাঘরের বাস্তবতা মানুষের কাছে বিশস্ত করে তোলার জন্য।দেশের কোনো মিডিয়ায়কে এই সময় ডাকা হয়নি। কেবল দুটি বিদেশি সংবাদ মাধ্যমে কাজ করেন, কিন্তু ইউনুসের অনুগত এমন দুজন সাংবাদিককেই সাথে নেয়া হয়েছিলো।

বাংলাদেশের পত্রপত্রিকা ও টেলিভিশন ইউনুসের মিডিয়া সেলের সরবরাহ করা ছবি ও ভিডিও নির্ভর করে এমন একটি গুরত্তপূর্ন সংবাদ পরিবেশন করতে বাধ্য হয়েছে।

বিএনপি, মায়ের ডাক এবং অনান্য সংগঠন যেমন টিআইবি ও মানবাধিকার সমুহের কোনো প্রতিনিধি এসময় দেখা যায়নি।

তাই ইতোমধ্যেই ইউনুস পরিদর্শিত এই আয়নাঘরের অস্তিত্ব নিয়ে জনমনে গভীর অবিশ্বাস প্রকট হয়ে ওঠেছে।অনেকে ব্যঙ্গ করে বলছেন, পাকিস্তান থেকে আনা “দাল মে কুছ কালা হ্যায়”।

সচেতন ও অনুসন্ধানী মহলে সব অগণিত প্রশ্ন দেখা দিয়েছে তাঁর প্রধান কয়েকটি হলঃ

  • আয়নাঘর যদি আগের সরকার বানিয়ে থাকে তা হলে এর বাস্তবাত মানুষের সামনে প্রকাশ করতে ১৮০ দিন কেন লাগলো?

  • ইউনুসের সাথে এসময় তাঁর একান্ত কিছু অনুগত ছাড়া বিএনপি, মায়ের ডাক এবং অনান্য সংগঠন যেমন টিআইবি ও মানবাধিকার সমুহের কোনো প্রতিনিধি দেখা যায়নি কেন?

  • দুটি বিদেশি মিডিয়ার অনুগত সাংবাদিক ছাড়া দেশের কোনো মিডিয়াকে সাথে নেয়া হয় নি কেন?

  • ইউনুস যাদের সঙ্গে নেয়া যৌক্তিক ছিলো, তাদের না নিলেও সন্ত্রাসী সংগঠন জেএমবি-র একজনকে তথাকথিত আয়নাঘর পরিদর্শনের দেখা গেছে।

  • সোস্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন যে ইউনুসের মিডিয়া সেল থেকে প্রথমে যেসব ছবি আপলোড করা হয়েছিলো তার একটির দেয়ালে লেখা রয়েছে পিলখানা। পরে ছবিটি সরিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ।কেন?