Blog
January 30, 2025

রাজনৈতিক দল গঠনঃ ইউনুস ও ছাত্র উপদেষ্টাদের মতভেদ

  • ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে।এজন্যে তারা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে- ইউনুস
  • রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি-নাহিদ ইসলাম  


ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ছাত্র উপদেষ্টাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।ড্যাভোস সফরের সময় লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়েন র‌্যাচম্যানকে ইউনুস জানান যে ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।

ইউনুসের এই সাক্ষাৎকারটি আজ (৩০ জানুয়ারি)ফিন্যান্সিয়াল টাইমস-এর পডকাস্টে আপলোড করা হয়। এর পর পরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

কিন্তু প্রফেসর ইউনুস ফিন্যান্সিয়াল টাইমসকে স্পষ্টতই বলেছেন, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে।এজন্যে তারা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করছে, তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। এখন ছাত্ররা নিজস্ব দল গঠন করবে। পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই। তারা এটা করবে।’

এক্ষেত্রে ছাত্ররা কতটা সফল হবে সে সম্পর্কে ইউনুস অবশ্য আস্থাশীল নন। তিনি বরং এ বিষয়ে সন্দেহই প্রকাশ করেছেন। সাক্ষাতকারে তিনি বলেন, “দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ, রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না।”

ইউনুসের এ সাক্ষাতকারের পাশাপাশিই ঢাকার যায়যায় দিন পত্রিকায় খবর বের হয় যে, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম  এবং  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

এর আগে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন জানান, ইতোমধ্যে সারাদেশে ২০০ থানা কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কাজ করছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।

 তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেননি। এ ধরনের পরিস্থিতি হলে তাঁরাই আনুষ্ঠানিকভাবে জানাবেন।