Blog
March 27, 2025

সত্য কথা বলায় একজন মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে হল কেন

এবারের স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ইতিহাসের বিকৃতির প্রতিবাদ এবং নির্ভয়ে সত্য বলায় শুধু প্রাণ রক্ষার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য একজন মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে হয়েছে। কেন?- এ প্রশ্নের জবাব কে দেবে?

প্রথম আলো পত্রিকার রিপোর্ট থেকে জানা যায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করে বক্তব্য দেন। পরে তাঁর বক্তব্যের সূত্র ধরে শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে জিয়াউর রহমানের ভূমিকার ব্যাখ্যা দেন এবং ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে ‘শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ হতো না, স্বাধীনতা আসত না’—এমন বক্তব্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম সবার কাছে ক্ষমা প্রার্থনা করে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।